বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
উইমেন পিস ক্যাফে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অঙ্গ সংগঠন টিম অদম্য মৃন্ময়ীর ভলান্টিয়ারদের নিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে হেট স্পিচ ও নারীদের অনলাইন নিরাপত্তা বিষয়ক শান্তি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে ৬ টায় গুগল মিটে এ শান্তি আড্ডার আয়োজন করা হয়।
ভার্চুয়াল শান্তি আড্ডায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ও অদম্য মৃন্ময়ী টিমের মেন্টর ইফ্ফাত আরা বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক নারীই সমাজের উন্নয়নে কাজ করতে চায় কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে এবং হেট স্পিচ ও অনলাইনে হ্যারাসমেন্টের স্বীকার হওয়ার কারণে তা করতে পারে না।সেক্ষত্রে উইমেন পিস ক্যাফে নারীদের সেই সুযোগ করে দিচ্ছে। আমরা আশা করি নারীদের নিয়ে এ পথ চলা সাফল্যমন্ডিত হবে।
অদম্য মৃন্ময়ীর সদস্য ও উইমেন পিস ক্যাফের যুগ্ম সম্পাদক দিপা বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে টিমের অন্যান্য সদস্য ও ভলান্টিয়ারগণ হেট স্পিচ ও নারীদের অনলাইন সেফটি বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।
উল্লেখ্য, অদম্য মৃন্ময়ী নামের চার মাস মেয়াদী এই প্রজেক্টটি নারীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বাড়িয়ে সমাজে শান্তি-সম্প্রীতি আনয়নে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি ইউএন উইমেন, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (বেরোবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।