বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যানবাহন রাখার জন্য ২টি গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ১১টায় গ্যারেজ দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। একটি গ্যারেজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখার যানবাহন রাখার জন্য এবং অপরটি একাডেমিক শাখার যানবাহনের জন্য ব্যবহার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মন্ডল, ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের প্রভাষক সোহাগ আলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ খালিদ হাসান রিয়েল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবুল মুঞ্জের, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ জহির উদ্দিন, ভিসি মহোদয়ের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, ট্রেজারার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ খায়রুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা।