বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সকল যানবাহন রাখার জন্য নবনির্মিত গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অনলাইনে যুক্ত হয়ে কেন্দ্রীয় গ্যারেজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, নতুন গ্যারেজটি উদ্বোধনের ফলে এখন থেকে যানবাহনগুলি সুনির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা নিশ্চিত হলো। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের যানবাহনগুলি সংরক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
গ্যারেজ উদ্বোধনের সময় উপাচার্যের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব), মোঃ শরীফ পাটোয়ারী, কমলেশ চন্দ্র সরকার, পরিবহন পুলের উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মোঃ সরফরাজ আলম, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, সহকারী রেজিস্ট্রার মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।