Sat,20 Jul 2019   বিনোদন


আমাদের প্রতিদিন

 Jul,19,2019 09:17:56 PM


 
আমাদের প্রতিদিন | রংপুর | A well known rangpur based news paper | rangpur| dhaka| bangladesh

No image

বিনোদন প্রতিবেদক:

হাওয়ায় ভাসছেন বলিউডের হালের আবেদনময়ী দিশা পাটানি তাঁর অভিনীত সর্বশেষ সিনেমাভারত বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে এখন তিনি মোহিত সুরি পরিচালিতমালাঙ্গ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কিন্তু সেটে ফের আহত হয়েছেন তিনি

সামাজিক যোগাযোগমাধ্যমে দিশা পাটানির বেশ কিছু ফ্যান ক্লাব একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে নায়িকাকে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে দিশার হাতে ইনজেকশন দিতেও দেখা যাচ্ছে ভিডিওতে

একটি বিনোদন পোর্টালকে দিশার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মালাঙ্গ সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন দিশা এরপর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এখন আগের চেয়ে তিনি ভালো আছেন শিডিউল অনুযায়ী দিশা শুট করবেন

সুপারস্টার সালমান খান অভিনীতভারত সিনেমার ‘¯ø মোশন গানে তাঁর সঙ্গে নেচে রীতিমতো ঝড় বইয়ে দেন দিশা পাটানি গানে হলুদ শাড়ি পরে চোখ ধাঁধিয়ে দেন দিশা পাটানি আর সালমান খানকে দেখা যায় তরুণ লুকে হ্যান্ডসাম, অভিজাত দুজনের নাচ মন জয় করে নেয় কোটি নৃত্যপ্রেমীর

ভারত- শরীরচর্চাশিল্পীর ভূমিকায় অভিনয় করেন দিশা পাটানি একটি স্টান্ট দৃশ্যের শুট করতে গিয়ে সেবারও আহত হয়েছিলেন এই সুন্দরী একটি সংবাদমাধ্যমকে দিশা বলেছিলেন, ‘¯ø মোশন গানটির শুটিংয়ের মাত্র এক সপ্তাহ আগে দিশা আক্ষরিক অর্থেই শয্যাশায়ী ছিলেন

যা হোক, ভক্তদের শুভকামনা, দিশা দ্রæ আরোগ্য লাভ করুন মোহিত সুরি চালিতমালাঙ্গ- আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর কুনাল খেমু সূত্র : বলিউড বাবল

 

 

 

 

 

 
সম্পাদক ও প্রকাশক
মাহবুব রহমান
ইমেইল: mahabubt2003@yahoo.com