গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় করোনা ভাইরাস সক্রমণ রোধে মাস্ক পরুন সুস্থ থাকুন বিষয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাতে সয়রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
আলমবিদিতর ইউনিয়ন পুজাউদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু সরকার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল মতিন অভি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকী সাজু, তথ্য ও গবেষনা সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সুরুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সহ দপ্তর সম্পাদক তারিকুজ্জামান তমজিদ, সদস্য মোঃ আনিচুর রহমান, মোঃ হারুন অর রশিদ।
সভায় আলমবিদিতর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।