নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সুফলভোগীদের তিনদিন ব্যাপী হাসঁ-মুরগী পালন বিষয়ে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের (৩য় পর্যায়) আয়োজনে রোববার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী, বিশেষ অতিথি পল্লী জীবিকায়ন প্রকল্পের (৩য় পর্যায়) পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ, পল্লী প্রগতি প্রকল্পের কর্মসূচি পরিচালক আলাউদ্দিন সরকার, জেলা বিআরডিবি’র উপ-পরিচালক নুর হোসেন মিয়া, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, ইউসিসিএ সভাপতি মাইনুল হক প্রধান প্রমুখ।