পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা, মারপিট ও ভাংচুরের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে প্রধান করে ৫ জনের নামে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৮ ফেব্রæয়ারি মামলা করেন একই ইউনিয়নের মধ্যপাড়া ভাদুরী বাজার এলাকার ভুক্তভোগি ওই গৃহবধু।
ঢাকায় কর্মরত গৃহবধুর স্বামী মাহবুবুর রহমান দাবি করেন, ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় আমার কাছ থেকে তিন লাখ টাকা কর্জ নেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ (৫২)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রæয়ারি দুপুরে কর্জের টাকা পরিশোধের নাম করে ইউপি চেয়ারম্যান ওই গৃহবধুর বাড়িতে আসেন। এ সময় গৃহবধু তার বসার ব্যবস্থা করে পাওনা টাকা দেয়ার কথা তুললে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে কুপ্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গৃহবধু তাকে গালিগালাজ করলে ইউপি চেয়ারম্যান তার লোকজনকে ডেকে গৃহবধু, তার তিন কণ্যাকে মারধর, মটরসাইকেল, টিভি ও বাড়ীর আসবাবপত্র ভাংচুর করেন। এতে গৃহবধুর পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছ।
হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ মামলার পুরো বিষয়টা সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন তিনি দাবি করেন। তিনি বলেন, এঘটনা আমি আইনগত ভাবে মোকাবেলা করবো। এর সাথে আমি বা আমার পরিবারের কেউ কোন ভাবে জড়িত নয়।