নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগের ৮ জেলায় সোমাবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত ২ লাখ ১০ হাজার ৬৫৭ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন ও নারী ৭১ হাজার ৭৭৯ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আহাদ আলী জানান, সোমবার রংপুরে ৩ হাজার ৭৩২ জন, পঞ্চগড়ে ১ হাজার ৩৮৪ জন, নীলফামারীতে ২ হাজার ৯৪০ জন, লালমনিরহাটে ১ হাজার ৫২৩ জন, কুড়িগ্রামে ২ হাজার ১৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৩৮৩ জন, দিনাজপুরে ৪ হাজার ১৫০ জন এবং গাইবান্ধায় ২ হাজার ৫৭ জনসহ মোট ২০ হাজার ৩১৮ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৮ জন ও নারী ৭ হাজার ৯শ জন।
প্রসঙ্গত: গত ৭ ফেব্রæয়ারি দেশব্যাপী করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।