গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আসাদুল হক (৩৪) ও আব্দুল আউয়াল (৩২) নামে দুই মাদক কারবারিকে দুই কেজি পঞ্চাশ গ্রাম গাঁজাসহ আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। আসাদুল উপজেলার সদর ইউনিয়নের চেংমারী মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবং আব্দুল আউয়াল বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তাপাড়া গ্রামের মৃত আবু বকর এর ছেলে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে এস আই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ আসাদুলকে এবং এস আই শাহনেওয়াজ ও আব্দুর রউফ আব্দুল আউয়ালকে গ্রেফতার করেন। আটককালে আসাদুল হকের কাছ থেকে দুই কেজি গাঁজা ও আব্দুল আউয়ালের কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।