নিজস্ব প্রতিবেদক:
‘সংঘাত নয়, সম্প্রীতিতে জয়’ স্লোগানে প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালার মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে যাত্রা শুরু করলো রংপুর মাইম এণ্ড কালচারাল ক্লাব (আরএমসিসি)। সোমবার (২৯ নভেম্বর) বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এসময় তিনি বক্তব্যে সুন্দর আগামীর পথধরে বাঙালি সংস্কৃতি, সাহিত্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে মূকাভিনয় শিল্পকে বাঁচিয়ে রাখতে আরএমসিসি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
উদ্বোধনী এ আয়োজনে ক্লাবের সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শ্রাবণ। আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট আবৃতি শিল্পী রেজিনা সাফরিন, সালমা আক্তার, মনিরা আখতার, ইলিশাবেৎ বর্ম্মন, লুৎফুন নাহার, আয়শা মনি, তৌফিক মামুন, মাহফুজা বেগম, রেঞ্জু আরা চৌধুরি, মাহমুদা মুক্তা, জয়ন্তি সরকার, শাহানা বিনতে আলি, নাসির উদ্দিন লিটন, জুলেখা আক্তার, নুর বেগম, আহসান হাবিব প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহুল মোকাররবিন হিমেল প্রমুখ। আগামী ১ ডিসেম্বর তিন দিনব্যাপী কর্মশালার সমাপণী হবে।