গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতি কার্ড অনুযায়ী ৩০ কেজি দেয়ার নিয়ম থাকলেও কার্ডধারীরা পেয়েছে ২৫-২৮ কেজি। এমন ঘটনা ঘটেছে উপজেলার প্রায় ৯ টি ইউনিয়নে বলে জানান একাধিক ইউনিয়নের ভিজিডি কার্ডধারী নারী।
এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (১৭ জানুয়ারি) বড়বিল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। কয়েকজন সুবিধাভোগীর অভিযোগের ভিত্তিতে বিতরণ স্থানে কয়েকটি চালের বস্তা মেপে দেখা যায় বস্তা প্রতি ২-৫ কেজি চাল কম। কার্ডধারী রোকসানা, নাজিরা, রুপালী, মোতাহারা, শাহিদা চাল কম পাওয়ার কথা বলে বিষয়টি তদন্ত করে যারাই চাল কম দেয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এব্যাপারে বড়বিল ইউপি সচিব ইলিয়াস আলী জানান, আমরা রংপুর মহানগরীর বুড়ির হাটের সফুরা পুষ্টি মিল থেকে বিতরণের জন্য ৩১৭ টি চালের বস্তা গ্রহণ করেছি। বস্তা গুলোয় ছিদ্র থাকায় চাল কম হয়েছে।
সফুরা পুষ্টি মিলের স্বত্বাধিকারী শফিকুজ্জামান বলেন, আমি সঠিক মাপের বস্তা সরবরাহ করেছি। ইউনিয়ন পরিষদে গিয়ে বস্তায় চাল কম হলে তার দায় আমার নয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার বলেন, বিষয়টি দেখতেছি।