কিশোরগঞ্জ (নীলাফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসব সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী তামান্না আক্তার সিজার অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় অপারেশন পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ মাহফুজা বেগম এবং এনেসথেসিয়ার দায়িত্বে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ শারমিন আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ গৌরব মিত্র, নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড ইনচার্জ, অন্যান্য নার্স ও মিডওয়াইফগণ।
প্রসূতির স্বামী মাহবুবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার হওয়ার ফলে আমি উপকৃত আনন্দ উপভোগ করেছি সেইসাথে সরকার ও কর্তব্যরত ডাক্তারদের ধন্যবাদ জানাই সফলভাবে সম্পন্ন করায়।আমার স্ত্রী ও নবজাতক ছেলে ভালো আছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয় আধুনিক সুবিধা সম্বলিত নবনির্মিত নরমাল ডেলিভারি কর্নার। সিজারিয়ান সেকশনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত হলো একটি নতুন অধ্যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আবু শফি মাহমুদ জানান, প্রসূতির স্বজনদের সম্মতি নিয়েই সিজারের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে বাচ্চা ও মা ভালো আছে। প্রতিষ্ঠালগ্নের পর থেকে এই প্রথম উপজেলা স্বাস্থ্য বিভাগের ইতিহাসে অর্জিত হলো একটি মাইলফলক। সিজার অপারেশন করতে পারে আমরাও খুব খুশি।