চিলমারী (কড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে নৌকা মার্কার প্রার্থীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আসন্ন ৩নং থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রাজ্জাক মিলনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, সাবেক মুক্তি যোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার প্রমুখ।
সভায় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা র্মাকার প্রাথীকে বিজয়ী করার জন্য আহবান জানান। পরে
মুক্তিযোদ্ধারা নৌকা র্মাকার ভোট চেয়ে একটি মিছিলের আয়োজন করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।