নিজস্ব প্রতিবেদক:
রংপুরে নজরুল সংঘ পাঠাগারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে নগরীর বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের উদ্যোগে ওই অঞ্চলের প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান।
অনুষ্ঠানে নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক আবু আহমেদ পারভেজ, নজরুল সংঘ পাঠাগারের প্রধান নির্বাচন কমিশন শামিমুর রহমান, আলহাজ্ব আবেদ আলী, আবুল কালাম, বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসেন, মারুফ হাসান সাগর, নজরুল সংঘ পাঠাগারের সাংগঠনিক সম্পাদক বুলবুল, বিশিষ্ট সমাজ সেবক হৃদয়, আশরাফুল, মাহাবুল ইসলাম, রহিমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল সংঘ পাঠাগারের সভাপতি গোলাম মোস্তফা। এ সময় এলাকার সকল ব্যাক্তি-বর্গ উপস্থিত ছিলেন।