কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে আড়াই শতাধিক হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৮ জানু:) দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ^রী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, প্রমোদা সুন্দরী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবলু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউপি সদস্য মাহমুদুল হাসান স্বপন, এরশাদুল ইসলাম, রঞ্জু মিয়া প্রমুখ।
নাগেশ^রী উপজেলা প্রশাসন ও ঢাকার আজিমপুর অগ্রণি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচ’র সাবেক শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় ও প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্ট রংপুর’র উদ্যোগে দু:স্থ শীতার্তদের মাঝে গায়ের চাদরসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।