গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ উইং) কৃষিবিদ জি. এম. এ. গফুর। এতে সভাপতিত্ব করেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অশোক কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ।