গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি:
উৎপাদনমুখী টেকসই সমবায় গঠনকল্পে গঙ্গাচড়া উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা সমবায় অফিসের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট পরিচালিত এ প্রশিক্ষণে গঙ্গাচড়ার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৮ জনুয়ারি) উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমিতিগুলোকে টেকসই ও উন্নয়নমূখী করে গড়ে তুলতে সমবায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন রংপুর জেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম গঙ্গাচড়া উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল আজিজসহ প্রমূখ উপস্থিত ছিলেন।