নিজস্ব প্রতিবেদক:
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়ন কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া একরামিয়া খান চৌধুরী মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্ভোধন করেন জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোস্বামী পানু এবং প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু।
এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু,মহানগর আ'লীগের সহ-সভাপতি দিলশাদ ইসলাম মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এ কে এম হালিমুল হক,সদর উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল আলম বাবু,সদস্য সচিব তপন চক্রবর্তী,সদ্যপুস্করিনী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু প্রমুখ।