মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে মাদক সেবন ও বেচাকেনা অবস্থায় পাওয়া ৬ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার রাণীপুকুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন।
তিনি জানান, রাণীপুকুর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানকালে লিমন মিয়া (৩৭), আবু জাফর (৪০), শেখ ফরিদ (৩০), হাফিজুর রহমান (৪৫), মোহছেনা বেগম (২৭), এনামুল হক (৩০) নামে ৬ জনকে মাদক সেবন ও বেচাকেনা অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৫ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।