দিনাজপুর প্রতিনিধি :
হারিয়ে যাওয়া গরু খুজতে গিয়ে সীমান্ত থেকে লাশ হয়ে ফিরলো লোকমান হোসেন (৩০) নামে এক ব্যাক্তি। গতকাল বুধবার সকাল দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকা থেকে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাথে উদ্ধার করা হয় তার হারানো গরুর বাছুরটিও।
লোকমান হোসেন দিনাজপুর সদর উপজেলার দাইনুর (মুছড়াপাড়া) গ্রামের আব্দুল হামিদ মেকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধায় তার একটি গরু নিখোঁজ থাকায় সেই গরুকে খুঁজতে বাড়ী থেকে বের হয় লোকমান হাকিম। এরপর সেও নিখোঁজ হয়। রাতে সে আর বাড়ী ফিরে আসেনি। পরিবার ও স্থানীয় লোকজন পরের দিন গতকাল বুধবার সকালে তাকে খুঁজতে বের হয়ে দেখেন দাইনুর সীমান্ত এলাকায় বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সেচ প্রকল্পের একটি পানির কুয়ায় তার লাশ। স্থানীরা বিষয়টি বিজিবি ও পুলিশকে জানালে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর দুপুরে কুয়া থেকে লোকমান হাকিমের লাশ উদ্ধার করা হয়। সাথে হারিয়ে যাওয়া গরুটিকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া দিনাজপুর কোতয়ালী থানার এস আই তপন দাস জানান, লোকমান হাকিম নামে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কুয়ায় গরুটি উদ্ধার করতে গিয়েই তার মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, কুয়ায় পানি ছিলো। পানিতে পড়েই গরুসহ ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে প্রতীয়মান হয়। পরিবার বা এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।