গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সাদ্দাম ওরফে রানাকে (২৪) ৬৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। সাদ্দাম উপজেলার মর্নেয়া ইউনিয়নের চর মর্ণেয়া মাঝের চর এলাকার মজিবর মিয়ার ছেলে। গত মঙ্গলবার রাতে ফেনসিডিল বিক্রির সময় বাড়ির পাশ্ববর্তী রাস্তা থেকে তাকে কৌশলে গ্রেফতার করে থানা পুলিশের এসআই বুলবুল ও শাহরিয়ার।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, সাদ্দামকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।