নিজস্ব প্রতিবেদক:
রোডস এন্ড হাইওয়ের রুটিন কাজের অংশ হিসেবে মডার্ণ মোড় হতে সাতমাথা পর্যন্ত উচ্ছেদ কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (১০ মে) সকালে রংপুর ভ‚মিহীন ও গৃহহীন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের অন্যতম নেতা চাঁনমিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহŸায়ক কমরেড আনোয়ার হোসেন বারলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, রংপুর মহানগরীর মডার্ন মোড থেকে সাতমাথা পর্যন্ত শত শত পরিবার দীর্ঘদিন যাবৎ ঝুপরি ঘরে বসবাস করছে। হঠাৎ করে প্রশাসন কর্তৃক এই এলাকায় উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়ে বসতবাড়ি খালি করার জন্য তিনদিনের নোটিস দেয়া হয়। এখানে বসবাসকারী সকল মানুষ দিনমজুর, খেটে খাওয়া মানুষ। তিনবেলা তাদের খাবার জোটে না, উচ্ছেদ হলে বাসা ভাড়া নিয়ে থাকা তাদের পক্ষে অসম্ভব। উচ্ছেদ হলে মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে।
বক্তারা আরও বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তাই সরকারি জমিতে গড়ে ওঠা কোন বস্তি উচ্ছেদ করার আগে এই ভূমিহীন/গৃহহীনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিরপেশ করা হয়।