নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু মঙ্গলবার (১০ মে) রাত পৌনে ৮টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, পিতা-মাতাসহ আত্বীয়-স্বজন, অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তিনি এর আগে রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির প্রচার সম্পাদকসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বুধবার (১১ মে) নগরীর মুলাটোল এলাকায় মরহুমের জানাযা হবে। এছাড়াও তাকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে নেয়া হবে। এদিকে স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বিপুর অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ আত্বীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বাড়িতে ছুটে গেছেন। পরিবার পরিজনকে সান্ত্বনা দিয়েছেন।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড মাহফুজ উন নবী ডনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।