পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পাটির উপজেলা শাখার সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কমরেড মুনসুরুল আলম ও কমরেড আজাদ মাস্টারে মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে উপজেলা কমিউনিস্ট পাটির আয়োজনে নেতারমোড় এলাকায় এই স্মরণসভা হয়।
উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, জেলা সিপিবি’র সাবেক সভাপতি ইসমাইল আলী, ঠাকুরগাঁও সদর উপজেলার সিপিবি’র সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সহাব উদ্দীন, পীরগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি এনামুল হক দুলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, উপজেলা ন্যাশনাল আওয়ামী পাটির সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন রকেট, সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা ক্ষেতমুজুর সমিতির নেতা আব্দুল মমিন, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মর্তুজা আলম, আমিনুল প্রমুখ।