নিজস্ব প্রতিবেদক:
রংপুর র্যাবের অভিযানে মটরসাইকেল চুরি হোতা গ্রেফতার হয়েছে। তাকে রংপুর নগরীর আদর্শপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ৭ মে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুল মোন্নাফ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। পরদিন চুরি চক্রের একজন সদস্য মোন্নাফকে মোবাইলে ফোন দিয়ে ৩০ হাজার টাকা বিকাশে দিলে তার মোটরসাইকেল ফেরত দিবে বলে জানায়। এ বিষয়ে গাইবান্ধার পলাশবাড়ি থানায় মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে র্যাব তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় বুধবার রাতে রংপুর নগরীর আর্দশপাড়া এলাকা থেকে হেলাল আহমেদের পুত্র নাজবুস সাকিবকে গ্রেফতার করা হয়।
র্যাব আরোও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চুরি চক্রের সদস্য বিভিন্ন ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রতারণার কথা স্বীকার করে। তার সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্যকে আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতকে গাইবান্ধার পলাশবাড়ি থানার হস্তন্তর করা হয়েছে।