কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ বাজারের হারুন স্টোর নামে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালায়।
এসময় ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ব্যবসায়ী বুলবুল আহমেদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই মজুদ তেল আগামী দুই দিনের মধ্যে খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি নির্দেশ দেন।