কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এক সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৬)। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করলে রাজারহাট থেকে উলিপুরগামী এ রাস্তায় একঘন্টা সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি রাজু সরকার আরো জানান, বৃহস্পতিবার দুপুরে নাজিমখান-রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে রাজারহাট উপজেলার একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নাজিমখান বাজারের ব্যবসায়ী হিরু মিয়া জানান, নিহত হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে নাজিমখান বাজার থেকে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উলিপুরগামী একটি মালবাহী ট্রাকের নীচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।