বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধি:
“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে ইউএনও পরিমল কুমার সরকার ও উপস্থিত চিকিৎসক ও নার্সরা বক্তব্য দেন। এ ছাড়াও দিবস উপলক্ষে র্যালি ও কেক কাটা হয়।