সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিদ্যুতস্পৃষ্টে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিরবের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ও ওই শিক্ষার্থীর সহপাঠিরা অংশগ্রহণ করে।
বিক্ষোভ শেষে মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, নিহত নিরবের পিতা জহুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৪ মে সহপাঠিদের সাথে খেলার সময় শিক্ষার্থী শিশু নিরব স্কুলের বারান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও প্রশাসন কোন ব্যবস্তাগ্রহণ না করায় এলাকাবাসি মানববন্ধন করেন।
নিহত শিশু নিরবের বাবা জহুরুল ইসলাম বলেন, উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর অবহেলার কারণে আমার শিশু পুত্র অকালে মৃত্যু বরণ করেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।