গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা মাহমুদ, গোবিন্দগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তাফিজ দেওয়ান, গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারভেজ আলম, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডলসহ নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা মাহমুদ এক প্রশ্নের জবাবে জানান, এ পর্যন্ত সরকারি ভুর্তকি মূল্যে কৃষকদের মাঝে ৭ টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।