গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (২৭ জুন) বিকেলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। পত্রিকার উত্তরাঞ্চলের সার্কুলেশন ম্যানেজার আসাদুজ্জামান লেবু ও গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুর রহিম পায়েলের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান,রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক কমল কান্ত রায়, পাঠক আশরাফুল আলম প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, এসআই মনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।