ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় নীলফামারীর ডোমারে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক স্থানীয় সরকার মোঃ আজাহারুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমুখ।
এসময় ১০টি উদ্যোগের প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ আবুল আলা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এনায়েতুল্লা প্রমুখ।
উল্লেখ্য যে, দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ হিসেবে প্রথমার্ধে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাংবাদিকসহ ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।