আঞ্চলিক প্রতিনিধি, রংপুর:
রংপুরের বদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিলন বাবু নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মিলন বাবু ওই গ্রামের মো. আহসান হাবিবের ছেলে। সন্তানের এমন করুন মৃত্যৃর ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শিশুটি সকালের দিকে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন আশপাশে তার কোন খোজ নেন। ওই দুপুরের দিকে কোথাও না পেয়ে বাড়ির সামনে পুকুরে মিলন বাবু ভাসতে দেখেন। পরে পুকুর থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। হাসপাতালের কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় খবর দেয়। এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবার ও আতœীয়-স্বজনের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে একটি ইউডি মামলা নেওয়া হয়েছে।