নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ডে ফিতা কেটে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর।
উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, নাগেশ্বরী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক একেএম আশরাফ হোসেন আপেল প্রমুখ।