গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলন স্থানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলীমা বেগম। এসময় বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলার বড়বিল ইউনিয়নের ঘাঘটটারী গ্রামের মহুবর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) প্রায় ২০ দিন থেকে পাকুরিয়া শরীফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি পুকুরে শ্যালো মেশিন লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রয় করতে থাকেন। এতে বালু উত্তোলন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়ে আশপাশের আবাদী জমি ভাঙ্গন হুমকির মধ্যে পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গতকাল মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ী সবুজ পালিয়ে যায়।