ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারের চিলাহাটি হলদিবাড়ি রেলপথ পরিদর্শনে আসেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান।
আজ মঙ্গলবার দুপুরে ভারতের দিল্লীস্থ নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান স্ব-স্ত্রীক চিলাহাটি হলদিবাড়ি রেলপথ পরিদর্শনে আসেন এবং চিলাহাটির এ্যামিগ্রেশন সহ বিভিন্ন কাজকর্ম পর্যবেক্ষণ করেন ।
বাংলাদেশের পক্ষে হাইকমিশনারকে অভিনন্দন সহ ফুলেল শুভেচ্ছা জানান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডোমার সার্কেল এএসপি জয়ব্রত পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি তদন্ত বিশ্বদেব রায়, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে প্রজেক্ট ডাইরেক্টর আঃ রহিম, ট্রাফিক ইন্সপেক্টর বানিজ্যিক সান্তাহার হাবিবুর রহমান, চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স প্রকল্পের চেয়ারম্যান আফজাল হোসেন, ম্যাক্স প্রকল্পের চিলাহাটির দ্বায়িত্ব প্রাপ্ত ম্যানেজার রোকনুজ্জামান সিহাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মোহাম্মদ ইমরান জানান, দুই দেশের কাজ মোটামুটি শেষ। আগামীতে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ উদ্বোধন করবেন।