ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলা রোগীরদের জরায়ুর মুখে ক্যান্সার শনাক্তকরণের জন্য ‘ভায়া সেন্টার’ এর উদ্ভোধন করা হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির অংশ হিসেবে বুধবার সকালে এ কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএসএম সায়েম ও ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান।। এসময় হাসপাতালের কর্মকর্তা,কর্মচারী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।