তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ভাই ভাই পরিবহন নামের একটি ট্রাক মিথিলা নাইট কোচকে অভার টেক করা সময় সংঘর্ষে মিথিলা নাইট কোচ এর সুপার ভাইজার রেজাউল করিম (৩৪) নিহত হয়েছে। রেজাউল করিম রংপুরের পীরগঞ্জ উপজেলার জাগি সুটি বাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় মিথিলা পরিবহনের দুইজন যাত্রী আহত হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানায়, মঙ্গলবার রাতে মিথিলা নাইট কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় মিথিলা নাইট কোচটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে পৌছলে একই দিক থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহন নামের ট্রাক মিথিলা নাইট কোচটিকে অভারটেক করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থানেই মিথিলা কোচের সুপার ভাইজার রেজাউল করিম মারা যায়। এ সময় দুইজন যাত্রী আহত হয়।