গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মলি খাতুন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
মলি গঙ্গাচড়া সদরের মধ্য পাড়া গ্রামের আব্দুল আলীম এর স্ত্রী। ওই গ্রামে তারা বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে।
থানা পুলিশ জানায়, মলি ও তার স্বামী দীর্ঘদিন থেকে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যর কারবারি করে আসছে। আব্দুল আলীম ইতিপূর্বে দুই বার মাদকসহ পুলিশের হাতে আটক হয়। তার বিরুদ্ধে থানায় দুটি মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মলি ও তার স্বামী বাসায় গাঁজা বিক্রি করতে থাকে। এ সময় গোপন সংবাদে থানা পুলিশের এস.আই আবুবকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মলিকে আটক করে। আটক কালে তার কাছ থেকে ৩শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম বলেন, আটক মলিকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।