কিশোরগঞ্জে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-03-28 07:17:04

 

কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি  :

নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ৩ দিনের গ্রাম উন্নয়ন কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষে  কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ (০৯ জানুয়ারি) সোমবার স্থানীয় টাউন  কমপ্লেক্স্র আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ২৫ জন সদস্য/সদস্যা  যৌখ পরিকল্পনা বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কমিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষে  প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ প্রদান করেন,কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী । এপি ম্যানেজার পিকিং চাম্বুগং জানান, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি কিশোরগঞ্জের শিশুদের নিরাপদ জীবনযাত্রা, শিক্ষা ও সুরক্ষা, পুষ্টি চাহিদা অনুযায়ী অপুষ্ট শিশুদের জন্য পুষ্টি কার্যক্রম পরিচালনাসহ, দুর্যোগ প্রশমন, হত-দরিদ্র ও দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করনের লক্ষ্যে কাজ করে আসছে। দরিদ্র ও অতি দরিদ্র এই পরিবার গুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে তাদের সাথে কাজ করতে এগিয়ে এসেছেন। বিভিন্ন গ্রামের উন্নয়ন কমিটি ও আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পরিবার গুলোকে ইতিপূর্বে বিভিন্ন প্রক্রিয়া ও জবাবদিহিতার মাধ্যমে গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় নির্বাচন করা হয়।