তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত-৩ আহত-২০

আমাদের প্রতিদিন
2024-03-04 08:16:35

 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই বাসের ২০জন যাত্রী। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় উপজেলার রংপুর দিনাজপুর মহাসড়কের চিকলী-খিয়ারজুম্মা বাজারের মাঝামাঝি দেয়ালীপাড়া মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহতে মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন দিনাজপুর উপজেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর বানিয়াপাড়া গ্রামের মোজাম্মল হকের ছেলে মুসলিম উদ্দিন (৩৮) ও একই জেলার চিরিরবন্দর উপজেলার বারোবিঘা রানীপুর গ্রামের মৃত ফয়মুল্লার ছেলে আবুল কালাম (৪০)। তারাগঞ্জ হাসপাতালে চিকিৎসক আহতরা হলেন, ঠাকুরগাঁও রুইয়া থানার চাপাতি পাইকপাড়া গ্রামের দাইমুল রহমানের ছেলে মিঠুন (২২), এই জেলার সদর থানার রাজিয়া মার্কেট এলাকার মৃত শুকুর মোহাম্মদ এর ছেলে ইব্রাহিম (৩০), ও হরিপুর খামার তালতলা গ্রামের নাইমুল হকের ছেলে জমিরুল ইসলাম (৩২) এদিকে গুরুত্বও আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মালতাগন্ড গ্রামের শাহীরুল ইসলামের ছেলে আলিফ (১৮), পীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী রমিজা বেগম (৭০), হরিপুর থানার হরিপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে দুলু (৩০), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আজাহারুল (৩২), বোদা কাদেরপুর গ্রামের বশির উদ্দিন (৩৫), নীফামারির সৈয়দপুর উপজেরঅর বন্না (৭), আফরোজা বেগম (৬০), জহুরা বেগম (৪২) ও রংপুরের বেলাল হোসেন (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, নীফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী তৃপ্তী পরিবহনের সঙ্গে ঢাকা থেকে আসা দিনাজপুর গামী সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানে তিনজন মারা যায়। তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ৩জনের নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত দুইটি বাস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।