চিলমারীতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে

আমাদের প্রতিদিন
2024-04-19 01:37:13

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামেরচিলমারীতে মহিলা ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোস প্রথম বর্ষের পরিক্ষার ফি ইচ্ছে মতো আদায় করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ও কেন্দ্র ফিস নেয়ার বিধান না থাকলেন ও প্রতিজন শিক্ষার্থীর নিকট থেকে বাড়তি টাকা আরো আদায় করছেন।

সরেজমিনে কলেজে গেলে উল্লেখিত অভিযোগের সত্যতা মিলেছে। জানাগেছে, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের স্মারক নং ০৫(৫২৮)জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রি পাস/২০২১/৪৬৩৩ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ এর প্রজ্ঞাপনে ৩নং ক্রমিকে বলা হয়েছে ২০২১ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোস প্রথম বর্ষের নিধারিত ফি (প্রতি পরিক্ষাথী) আট শত টাকা এর মধ্যে একশত টাকা ইন- কোস ফি নেয়ার বিধান থাকলে ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীঃ জিতেন্দ্র নাথ বর্ম্মন বিশ্ব বিদ্যালয়ের এই নির্দেশ কে পাস কাঠিয়ে পরিক্ষার্থী প্রতি ১ হাজার আট শত টাকা পযন্ত রশিদ মুলে উত্তোলন করছেন।গত রবিবার (৮ জানুয়ারী) সারাদেশের ন্যায় ডিগ্রি পরিক্ষা শুরু হয়।পরিক্ষা শুরুর পূর্বে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কোন নির্দেশনা না থাকা সত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনপ্রতি পরিক্ষার্থীর কাছ থেকে রশিদ মুলে কেন্দ্র ফিসের নাম করে আরো চার শত টাকা করে নেন। পরিক্ষার্থী, মোছাঃ দুলালী আক্তার, মোছাঃ মিম আক্তার, মোছাঃ জেসমিন, মোচাঃ মাহমুদাসহ অনেকে বলেন, আমাদের কাছ থেকে  ফরম ফিলাপ করার সময় এক হাজার আট শত টাকা নিয়েছেন। পরিক্ষার পূর্বে আবার ও কেন্দ্র ফিসের জন্য চারশত করে  টাকা দিয়েছি। এ বিষয়ে অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীঃ জিতেন্দ্র নাথ বর্ম্মন জানান, কলেজের আনুষঙ্গিক খরচের জন্য কিছু টাকা বেশি  নেয়া হয়েছে। এ ব্যাপারে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন বিষয়টি আমার জানা নেই, আর কোন বিষয়ে অনিয়ম করে থাকলে তার ব্যবস্থা নেয়া হবে। চিলমারী উপজেলাটি বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া একটি এলাকা। দরিদ্র পীড়িত চিলমারী উপজেলার অনেক পরিক্ষার্থীদের অভিভাবকরা। এদিকে অতিরিক্ত টাকা উত্তোলনের বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবকরা।