কিশোরগঞ্জে ভুয়া এনএসআই ও তার গাড়ীচালকে আটক করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
2024-04-15 23:47:15

কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় দানকারী ইনস্পেক্টর শাহজাহন আলী  (৩৭) ও তার গাড়ী চালক আতাউর রহমান (৩৩) কে আটক করেছে পুলিশ। ইনস্পেক্টর শাহজাহন আলীর  বাড়ি জেলার সৈয়দপুর  থানার ডাঃ জহুরুল হক রোড নতুন বাবু পাড়ায়। সে ওই পাড়ার মৃত ইয়াছিন মোল্লার পুত্র এবং গাড়ী চালক আতাউর রহমান  দক্ষিণ সোনাখুলি নলছা পাড়ার কেতাব উদ্দিনের পুত্র।

উপজেলা খাদ্য গোডাউনের  ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান  বিকালে শাহজান আলী নামে একজন লোক আমার গোডাউনে এসে  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ইনস্পেক্টরের পরিচয় দিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বলে বিভিন্ন তথ্য জানতে চান।তার কথায়  অসঙ্গতি পেলে আমি থানায় খবর দেই।পুলিশ ঘটনাস্থলে এসে সিলভার রঙের একটি প্রাইভেট কারসহ তাদের দুজনকে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় আটকের বিষয় স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।