কিশোরগঞ্জে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও বাল্য বিয়ে বন্ধে গণ নাটক

আমাদের প্রতিদিন
2024-03-25 14:28:18

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

"ঘুমিয়ে আছে শিশুর পিতা,সব শিশুদের অন্তরে"তথা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এ লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা পরিচর্যা যত্ন শিশু সুরক্ষা ও বাল্য বিয়ে বন্ধে জনসচেতনতামূলক গণ নাটক মঞ্চস্থ করা হয়েছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর কিশোরী দলের অংশগ্রহণে রাজিব পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও সদর ইউপির পিএফ এ -০১ এ নাটক  মঞ্চস্থ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি গ্রেনেট বাবু,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলতানুর রহমান,আশরাফ আলী,এনামুল হক ও কমিউনিটির শতাধিক কন্যা শিশুর পিতা ও মাতা প্রমুখ।প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারীর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি মঞ্চস্থ করেন,যুব ফোরামের সভাপতি সিজু ও তার দল। নাটকে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা পরিচর্যা যত্ন শিশু সুরক্ষা ও বাল্য বিয়ের কুফল তুলে ধরা হয়। সেখানে উপস্থিত কন্যা শিশু ও অভিভাবকদের বাল্য বিয়ে বিরোধী শপথ পাঠ করান চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু।এর সাথে তিনি দক্ষিণ রাজিব গ্রামকে বাল্য বিয়ে মুক্ত মডেল গ্রাম হিসেবে পরিচিতি  ঘটাতে চান।