কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত

আমাদের প্রতিদিন
2024-04-20 01:55:02

কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বিকেল থেকে বাড়তে থাকে শীতের প্রকোপ। পরদিন সকাল ৯টা/১০টা পর্যন্ত থাকে শীতের তীব্রতা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কাবু হয়ে পরেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই খুড়কুটো জ্বালিয়ে বসে থাকছেন। টানা শীতের কারণে কর্মজীবী মানুষ পরেছে বিপাকে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যাদের বেশীরভাগই শীতজনিত রোগী। সোমবার হাসপাতালে মোট রোগী রয়েছে ৩৩৬জন। এরমধ্যে ডায়রিয়া আইসোলেশনে রয়েছে ৫৫জন এবং শিশু ওয়ার্ডে ৬৩জন। নতুন রোগী ভর্তি হয়েছে ১০১জন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চ:দা:) তুহিন মিয়া জানান, সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস। এমাসের শেষ পর্যন্ত দিনে ও রাতে শীত সমান অনুভূত হবে।