কিশোরগঞ্জে সচেতনতামূলক সভা ও গণ নাটিকা প্রদশনী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-03-16 05:19:43

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা পরিচর্যা যত্ন শিশু সুরক্ষা ও বাল্য বিয়ে বন্ধে শিশু ফোরামের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক সভা ও গণনাটিকা প্রদশনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে  উপজেলার নিতাই ইউনিয়নের মুশুরুত পানিয়ালপুকুর হাই স্কুল প্রাঙ্গনে  নাটক  মঞ্চস্থ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান  , প্রধান শিক্ষক  মো: রুহুল কুদ্দুস, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,  গ্রাম উন্নয়ন কমিটির সদস্য  ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার পিকিং চাম্বুগং জানান, অল্প বয়সে বেশিরভাগ মাতৃমৃত্যু প্রধান কারণ বাল্যবিবাহ। দেশে মা ও শিশুমৃত্যুর মূল কারণ কিশোরী বয়সীদের মা হওয়া। কিশোরী মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চারগুণ বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত। বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যু কিংবা শিশুমৃত্যুর ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। অনেকক্ষেত্রে নাবালিকা মেয়ে মা হওয়ায় কিভাবে শিশুকে পরিচর্যা করবে সে সম্পর্কে সম্মক জ্ঞান থাকে না। এর ফলে মা ও শিশুর মৃত্যু ঘটতে পারে। বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুও ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।