আরডিআরএস বাংলাদেশ ও মুসলিম এইড-ইউকে বাংলাদেশ-এর উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ

আমাদের প্রতিদিন
2024-04-10 23:30:54

খবর বিজ্ঞপ্তির:

আরডিআরএস বাংলাদেশ ও মুসলিম এইড-ইউকে বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করা হলো। আরডিআরএস কর্মএলাকার রংপুর, লালমনিরহাট, দিনাজপুর ও পঞ্চগড় এবং সিলেটের মৌলভীবাজার এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব প্যাকেজ বিতরণ করা হয়। বিতরণের পূর্বে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় প্রকৃত শীতার্ত-অসহায় মানুষের তালিকা প্রণয়ন করা হয়। তালিকা মোতাবেক সবাইকে একত্রিত করে, চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ চেয়ারে প্রত্যেকের হাতে প্যাকেটটি তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে একটি কম্বল, একজোড়া মোজা, একটি উলেন মাঙ্কি টুপি, সামগ্রী বহনের একটি ব্যাগ ও একটি করে ভ্যাসলিনের কৌটা ছিল।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৫৫০ টি পরিবারে মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণের মধ্য দিয়ে ৯ জানুয়ারি ২০২৩ এই কর্মসূচি শুরু হয় এবং ১৮ জানুয়ারি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মরনেয়া ইউনিয়নে ৫৫০ জন শীতার্ত পরিবারে একইরকম প্যাকেজ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। সর্বমোট ২৯৪৫টি পরিবারে শীতকালীন প্যাকেজ সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ ও মুসলিম এইড-ইউকে বাংলাদেশ-এর কর্মকর্তারা ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট উপজেলার অন্যান্য কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান-মেম্বাররা উপস্থিত ছিলেন।