রংপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-17 23:57:12

নিজস্ব প্রতিবেদক:

,রংপুর" জন্মভূমি বাংলাদেশ কর্মভূমি বিশ্বময়" ও "থাকবো ভালো রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ" স্লোগান গুলোকে ধারণ করে রংপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রংপুরের সেমিনার রুম রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহমেদ লাবীব জিসান, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, সহকারী পরিচালক ডিইএমও আমেনা পারভীন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক সাখাওয়াত হোসাইন প্রমূখ। এ সময় উন্মুক্ত আলোচনায় সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও চাকুরী দাতা প্রতিষ্ঠান ,আমন্ত্রিত প্রতিনিধিগণ অংশ নেয়।সেমিনারের বক্তব্যে বক্তারা বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে হবে। বিদেশি রেমিট্যান্স বৃদ্ধি করে দেশের উন্নয়ন করতে হবে। আসুন আমরা বৈধতার সহিত নিয়ম মেনে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের রেমিট্যান্স বাড়াই। কেউ বিদেশ গেলে আমরা সার্বিক সহযোগিতা ও আর্থিক যোগানের ব্যবস্থা করবো।