কিশোরগঞ্জে কিশোর-কিশোরীদের নিয়ে জন সচেতনা মূলক সেশন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-02 21:39:03

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষে  এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে  ১০০ জন কিশোর-কিশোরীদের নিয়ে জন সচেতনা মূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বাহাগিলি ইউনিয়নের ৪টি স্থানে এ সেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল মজিদ, কমিনিটির অভিবাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমূখ। সেশন সম্পর্কে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ   এপির প্রোগাম অফিসার স্বপন কিসপট্রা জানান  শারীরিক গঠন পূর্ণাঙ্গ হওয়ার আগেই বিয়ে অতঃপর সন্তান জন্ম দেওয়ার কারণে বাল্যবধূরা পুষ্টিহীনতায় ভোগে। অপুষ্টির মধ্যে শারীরিক নানা উপসর্গ দেখা দেওয়া সত্ত্বেও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতার কারণে গর্ভবতী হয় সে। তা ছাড়া গর্ভধারণের বয়সে উন্নীত হওয়ার আগেই অল্প বয়সী বালিকাদের বিয়ে দিলে পরবর্তী সময়ে যে গর্ভসঞ্চার হয়, তা নবজাতক ও মা উভয়ের জন্যই বিপজ্জনক ও ক্ষতিকর ।