নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পাবর্তীপুর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৫শতাধিক শীর্তার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট্র।
ল্যাম্ব কমিউনিটি হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে নবাবগঞ্জ উপজেলার কুচদহ ও জয়পুর এলাকায় দেড়শতাধিক আদিবাসি সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক আপন আহসান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাদল। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ল্যাম্বের কর্মকর্তা মাহতাব লিটনসহ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
এর পরে পাবর্তীপুর উপজেলার রেলস্টেশন এলাকা ও বারোকোনা আদিবাসী কিশোরী, প্রতিবন্ধীদের মাঝে শীতের উপহার পৌঁছে দিলেন ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট্রের প্রধান নির্বাহী আপন আহসান। এতে সাড়ে ৩ শতাধিকসহ দুই উপজেলায় ৫শতাধিক শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।